কেন সূর্যালোকেই কেবল HCl তৈরি হয়, অন্ধকারে হয় না?

হাইড্রোজেন ও ক্লোরিনের অভ্যন্তরীণ শক্তির গড় মান HCl-এর তুলনায় অনেক কম। তাই তারা অন্ধকারে বিক্রিয়া করে না।

কিন্তু ফোটনের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিনের অভ্যন্তরীণ শক্তির গড় মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় (যেহেতু হাইড্রোজেন ও ক্লোরিনের পরমাণুসমুহ ফোটন থেকে শক্তি গ্রহণ করে)। 
তাই সূর্যালোকেই কেবল হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া করে HCl উৎপন্ন করে।
   

রাসায়নিক বিক্রিয়া মূলত কেন হয়?

রাসায়নিক বিক্রিয়ার মূল কারণ হল কোন পরমাণু, মূলক, অণু বা আয়নের অভ্যন্তরীণ শক্তি।


রাসায়নিক বিক্রিয়ার উপর অভ্যন্তরীণ শক্তির প্রভাব আমার পরবর্তী পোস্ট-এ পাওয়া যাবে। 

উদ্ভিদের পাতা সবুজ না হলেও সালোক-সংশ্লেষণ করে কিভাবে ?

উদ্ভিদের সকল রঙিন অঙ্গে উপস্থিত থাকে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টে থাকে বিভিন্ন রঙের পিগমেন্ট, যেমনঃ জান্থোফিল(হলুদ রঙের জন্য দায়ী), ক্যারোটিন(লাল  রঙের জন্য দায়ী), সায়ানোফিল(সায়ান  রঙের জন্য দায়ী), ক্লোরোফিল-এ, ক্লোরোফিল-বি (সবুজ  রঙের জন্য দায়ী)। প্রথম তিনটি পিগমেন্ট  সালোক-সংশ্লেষণে অংশগ্রহণ না করলেও সকল রঙের অঙ্গেই যে সামান্য পরিমাণ  ক্লোরোফিল থাকে তা-ই দিয়ে চলে উদ্ভিদের খাদ্য তৈরি। তাই উদ্ভিদের অঙ্গ যে বর্ণেরই হোক না কেন তাতে বিদ্যমান  ক্লোরোফিল  সালোক-সংশ্লেষণে অংশগ্রহণ করে এবং উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে।