উদ্ভিদের পাতা সবুজ না হলেও সালোক-সংশ্লেষণ করে কিভাবে ?

উদ্ভিদের সকল রঙিন অঙ্গে উপস্থিত থাকে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টে থাকে বিভিন্ন রঙের পিগমেন্ট, যেমনঃ জান্থোফিল(হলুদ রঙের জন্য দায়ী), ক্যারোটিন(লাল  রঙের জন্য দায়ী), সায়ানোফিল(সায়ান  রঙের জন্য দায়ী), ক্লোরোফিল-এ, ক্লোরোফিল-বি (সবুজ  রঙের জন্য দায়ী)। প্রথম তিনটি পিগমেন্ট  সালোক-সংশ্লেষণে অংশগ্রহণ না করলেও সকল রঙের অঙ্গেই যে সামান্য পরিমাণ  ক্লোরোফিল থাকে তা-ই দিয়ে চলে উদ্ভিদের খাদ্য তৈরি। তাই উদ্ভিদের অঙ্গ যে বর্ণেরই হোক না কেন তাতে বিদ্যমান  ক্লোরোফিল  সালোক-সংশ্লেষণে অংশগ্রহণ করে এবং উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে।

 
 

No comments:

Post a Comment