কেন সূর্যালোকেই কেবল HCl তৈরি হয়, অন্ধকারে হয় না?

হাইড্রোজেন ও ক্লোরিনের অভ্যন্তরীণ শক্তির গড় মান HCl-এর তুলনায় অনেক কম। তাই তারা অন্ধকারে বিক্রিয়া করে না।

কিন্তু ফোটনের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিনের অভ্যন্তরীণ শক্তির গড় মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় (যেহেতু হাইড্রোজেন ও ক্লোরিনের পরমাণুসমুহ ফোটন থেকে শক্তি গ্রহণ করে)। 
তাই সূর্যালোকেই কেবল হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া করে HCl উৎপন্ন করে।
   

No comments:

Post a Comment